বিজ্ঞপ্তি : Title of the document ***নোটিশ*** ২০২১ সালের জেএসসি শিক্ষার্থীদের ফরমপূরণের তথ্যের ভিত্তিতে প্রকাশিত ফলাফলের তালিকা নোটিশ বোর্ডে দেখুন। (বোর্ড কর্তৃক প্রকাশের তারিখ : ৩০-০৬-২০২২ খ্রিঃ) .
ড. মুহাম্মদ ইউনূস
Chief Adviser of Bangladesh.
no image
জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ
Education Adviser , Ministry of Education.
no image
আব্দুর রাজ্জাক
Upazila Education Officer , Bagatipara, Natore.
no image

প্রতিষ্ঠানের ইতিহাসঃ

আস সালামু আলাইকুম।“ মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ” এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। পাখি ডাকা, ছায়াঘেরা, প্রাকৃতিক শোভামন্ডিত নিরিবিলি পরিবেশে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নের স্মৃতিচারন না করলেই নয় - ১৯৮৬ সালে দয়ারামপুর কে বি কে উচ্চ বিদ্যালয়টি কাদিরাবাদ সেনানিবাসের আওতায় এরশাদ পাবলিক স্কুল হিসাবে ঘোষিত হওয়ায় এবং সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীর লেখাপড়ার সুবিধা থাকায় মিশ্রিপাড়া,ভাটকুজা,দয়ারামপুর, তালতলা,নন্দীকুজা সহ অন্যান্য গ্রামের অসংখ্য সাধারন ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার সুযোগ-সুবিধা না থাকায় সাধারন ছাত্র- ছাত্রীদের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার সু বন্দোবস্তের লক্ষ্যে ০১/১০/১৯৯৪ সালে জনাব ওয়াকিল উদ্দিন আহমেদ, জনাব কাজী মোঃ ফজলুর রহমান,জনাব মোঃ কছির উদ্দিন,জনাব মোঃ জয়েন উদ্দিন মন্ডল,জনাব ফিরোজ উদ্দিন আহম্মেদ,জনাব মোঃ আনসার আলী মন্ডল , জনাব মোঃ হায়দার অলী মৃধা, জনাব মোঃ আলাউদ্দিন মন্ডল, জনাব সুনিল কুমার মন্ডল,শ্রী রঘুনাথ সাহা,জনাব মোঃ আব্দুল কুদ্দুস সরকার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য বক্তব্য উপস্থাপন করেন এবং উপস্থিত প্রায় দুই শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ হাত উঠাইয়া সমর্থন করেন। ... যেহেতু মিশ্রিপাড়া গ্রামের কয়েকজন ব্যক্তিবর্গ জমি দান করবে, সেহেতু দাতাগনের দাবীর প্রেক্ষিতে প্রস্তাবিত মাধ্যমিক বিদ্যালয়টির নামকরন “ মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ” হইল । মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর ০১/০১/১৯৯৫ সাল হতে ষষ্ঠ শ্রেনী হতে নবম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করে শিক্ষা কার্যক্রম শুরু করে । ১৯৯৭ সালে ষষ্ঠ শ্রেনী হতে অষ্টমশ্রেনী পর্যন্ত একাডেমিক স্বীকৃতি লাভ করে । ১৯৯৮ ও ১৯৯৯ সালে রাজশাহী শিক্ষা বোর্ড হতে যথাক্রমে নবম ও দশম শ্রেনীর পাঠদানের(মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা ) প্রাথমিক স্বীকৃতি লাভ করে । ১৫/০৪/১৯৯৯ সালে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনী- অষ্টমশ্রেনী পর্যন্ত এবং ২৮/০৩/২০০১ সালে নবম- দশম শ্রেনী পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীগন এম পি ও ভুক্ত হয় । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় মহাপরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে ১৪/০১/২০০১ সালে ষষ্ঠ,সপ্তম,অষ্টম শ্রেনী পর্যন্ত একটি করে “খ” শাখা অনুমোদন লাভ করে। ০১/০১/২০০২ সাল হতে কম্পিউটার শাখা খোলার অনুমতি লাভ করে। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি বিদ্যালয়টি পরীক্ষার ফলাফল ও সহ পাঠক্রমিক কার্যক্রমে উপজেলা ও জেলার মধ্যে বিশেষ কৃতিত্বের সাথে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে ।


প্রধান শিক্ষকের বানীঃ

আমাদের প্রত্যাশা, লক্ষ্য ও উদ্দেশ্য • সরকারের ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারি বিধি ও নির্দেশ মোতাবেক ওয়েব সাইটটি ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই ওয়েব সাইটটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রস্তুত করাসহ সকল কাজ অনলাইন সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আশা করছি ভবিষ্যতে ছাত্র ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। বিদ্যালয়ের আপডেট তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়,দয়ারামপুর,বাগাতিপাড়া ,নাটোর ওয়েব সাইটটি গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে। •সরকার গৃহীত নতুন শিক্ষানীতির আলোকে বিজ্ঞানমনস্ক,প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের মাধ্যমে দক্ষ প্রজন্ম গড়ে তোলা। সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো।প্রতিষ্ঠানই হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার একমাত্র কেন্দ্রবিন্দু। এই লক্ষ্যে প্রথাগত প্রাইভেট টিউটর ও কোচিং এর ওপর নির্ভরশীলতা হ্রাসকরণ। বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল নিশ্চিতকরণে রয়েছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। ... ছাত্র-ছাত্রীদের চারিত্রিক ও মানবিক গুণাবলী সার্বিক বিকাশ সাধনের মাধ্যমে ভবিষ্যত মানবসম্পদ উন্নয়ন।দেশের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য, মূল্যবোধ, মানবতাবোধ, দেশপ্রেম এবং সৃজনশীল প্রতিভা বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা।সর্বোপরি প্রতিষ্ঠানটিকে এই অঞ্চলের একটি অনুকরণীয় শিক্ষায়তনরূপে গড়ে তোলা এবং শিক্ষা বিস্তারে যুগোপৎ ভূমিকা পালন করা।প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার সঠিক বুনিয়াদ নির্মাণে গণিত, বিজ্ঞান, কম্পিউটার, কৃষি, বাণিজ্য, শিল্প ও মানবিকবিদ্যার মাধ্যমে সাংস্কৃতিক ও ভাষাগত দক্ষতার পূর্ণবিকাশ এবং আইটি ও ই-বুকের প্রচলন। • একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না৷ বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ, যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে৷ সব কাজ প্রতিষ্ঠানে বসেই আদান প্রদান করতে পারব৷ এতে আমাদের সময় সাশ্রয় হবে এবং কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে৷ এজন্য আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আনন্দিত৷ নিয়মিতভাবে ওয়েব সাইটটি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সবিনয় অনুরোধ করছি ।



 no image

(উপজেলা নির্বাহী অফিসার , বাগাাতিপাড়া, নাটোর)

President

01762692108


 no image

(MD. ABDUL WAHAB)

Headmaster

01711137041


কর্মকর্তা/কর্মচারী

শিক্ষার্থী

Contact Information

Misrepara Adarsha High School

Address : Bagatipara, Natore.

Email : wahababdul630@gmail.com

Mobile : +8801711 137041

Copyright © Misrepara Adarsha High School-2018 All rights reserved. Develop By BDONLINEIT